ললিপপ হাতে পেলে নিশ্চয়ই সেটি খাওয়ার কথা আগে মাথায় আসবে। কিন্তু একটির পর একটি ললিপপ সারি ধরে সাজিয়ে বিশ্ব রেকর্ড গড়ার ভাবনা কিছুটা বিচিত্রই বলা যায়। এমন কাণ্ডই ঘটেছে দক্ষিণ আফ্রিকার ডারবানে। মূলত দাতব্য কাজের তহবিল সংগ্রহের জন্য সেখানে এমন আয়োজন করা হয়েছিল।পু
রো ঘটনাটির ভিডিও–ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে। তাতে দেখা যায়, একটির পর একটি ললিপপ কাঠি ছুঁয়ে সারি ধরে সাজিয়ে রাখা হয়েছে। এর আগে একসঙ্গে এতসংখ্যক ললিপপ সাজানোর ঘটনা আর ঘটেনি। বিশ্ব রেকর্ডের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের কাছে আবেদন করেছেন আয়োজকেরা। এখন গিনেস কর্তৃপক্ষ যাচাই–বাছাই শেষে চূড়ান্ত স্বীকৃতি দেবে।
এনএসআরআইয়ের স্বেচ্ছাসেবী লুথান্দো নাকুলুঙ্গা বলেন, ‘আমরা জীবন বাঁচানোর কাজ করি। এটা সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। তাই সাড়ে ১১ হাজারের বেশি ললিপপ সাজানোর কাজটি আমাদের জন্য কঠিন ছিল না। তহবিল সংগ্রহের জন্য আমরা এমন আয়োজন করেছিলাম।’
দক্ষিণ আফ্রিকায় ১৯৬৭ সালে প্রতিষ্ঠা পায় এনএসআরআই। জলপথে উদ্ধার তৎপরতা, অভিযান পরিচালনার কাজ করেন প্রতিষ্ঠানটির স্বেচ্ছাসেবীরা।